কামারখন্দে বজ্রপাতে এক বয়স্কের মৃত্যু
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বজ্রপাতে মতিউর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১শে জুলাই) বিকেল সাড়ে তিনটায় উপজেলার রসুলপুর চরপাড়া এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে । নিহত মতিউর রহমান ওই এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে ।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মতিউর রহমান বৃষ্টির সময় মাঠের ভিতর গরু আনতে গেলে হটাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। সেই সময় গরু নিয়ে বাড়ি আসার পথে তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান স্থানীয়রা।