কামারখন্দ

কামারখন্দে প্রাকৃতিক ফল মেলা ২০২২ অনুষ্ঠিত

 

কামারখন্দ প্রতিনিধি ঃ মোঃ আমিরুল ইসলাম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক ফল মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ই জুলাই) সকাল ১০টায় গ্রীষ্মকালীন প্রায় সকল প্রকার ফলের আয়োজনে এই ফল মেলা ২০২২ অনুষ্ঠিত হয়।

ভিন্ন এই অনুষ্ঠানে প্রায় ৩৫ প্রকারের ফল এই মেলার মাধ্যমে একসাথে উপস্থিতি সবাই দেখতে পায়।
উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আনার সাদাত জানান যে, ভিন্ন এই ফলমেলার আয়োজন করে আমরা যেমন আনন্দিত তেমনি উপস্থিত সবার মুখে বিভিন্ন ফলের ভিন্ন স্বাদের কথা শোনা যায়।

প্রাকৃতিক এই ফল মেলা ২০২২ এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী মোছাঃ মেরিনা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।