কামারখন্দ

কামারখন্দে প্রতিবন্ধি ধর্ষন মামলার আসামী আটক

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দে ঝাঐল ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধি এক কিশোরীর পা বেঁধে ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত সুলতান মাহমুদকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে প্রতিবন্ধির বাবা বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ (৫৫), কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের মৃত হযরত মওলানার ছেলে। কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহিনুর কবির জানান, গ্রেফতারকৃত সুলতান মাহমুদকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারী সকালে তার শারীরিক প্রতিবন্ধি কিশোরী বাড়ির বাইরে খেলা করছিলো। এসময় বাড়ির পাশ্ববর্তী মুদী দোকানদার সুলতান মাহমুদ তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে ছাগলের রশি দিয়ে পা বেঁধে ধর্ষন করে। এসময় প্রতিবন্ধি কিশোরী চিৎকার করলে ওড়না দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষন করে। পরে বাড়ি ফিরে এসে ঘটনাটি তার মা ও দাদাকে জানায় ওই কিশোরী।