রায়গঞ্জ/সলঙ্গা

কামারখন্দে পৃথক ২টি অভিযানে গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী পৃথক ০২টি অভিযান পরিচালনা করে গাঁজাসহ ০৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ০৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার জেভসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী ও ভদ্রঘাটের বানিয়াগাতি এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামের মৃত ছদর উদ্দিন ছেলে মোহাম্মদ আলী(৫০) কামারখন্দ উপজেলার ভারাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত গণি শেখর ছেলে সাইফুল ইসলাম (৫০) ও কুড়িগ্রাম জেলার বাঁশজানী উপজেলার তারেক আলী শেখের ছেলে জুলহাস আলী ( ৪৫)।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল