কামারখন্দে পল্লী বিদ্যুৎ সমিতি এলাকা পরিচালক নির্বাচন চেয়ার প্রতীকে নেজাবত আলী নির্বাচিত।
আজিজুররহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব-জোনাল অফিসের এলাকা পরিচালক নির্বাচনে নেজাবত আলী চেয়ার প্রতীকে ১হাজার ৭শ’ ৪৪ ভোট পেয়ে এলাকা পরিচালক নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দী সুজন মিয়া বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬শ’ ৯৫ ভোট। মঙ্গলবার (২২জানুয়ারি -২০১৯)দিনব্যাপী কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ে ১০টি বুথে অবাধ সুষ্ঠ ও সুন্দর উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কামারখন্দ এলাকায় মোট ভোটার ৩৫ হাজার ৮শ’ ২৩। নির্বাচনে মোট প্রাপ্ত ভোট ৪ হাজার ৭শ’ ৬১। বিভিন্ন প্রতীকে মোট ছয়জন জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন তার মধ্যে নেজাবত আলী বিপুল ভোটে বিজয়ী হন।