কামারখন্দে পথচারীদের সচেতনতায় জামতৈল রেলস্টেশনে মানববন্ধন
আমিরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি)ঃ
কামারখন্দে জামতৈল রেলস্টেশনে পথচারীদের সচেতনতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চত্বরে মানববন্ধন করেছেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে অংশ নেন উপজেলার সচেতন মহল।
ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ব্রিজের নিচ দিয়ে চলাচল সময় প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ছোট বড় দূর্ঘটনার আহত হন অনেকে। এছাড়াও গত এক মাসে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবক, দাদা-নাতিসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে।
জামতৈল রেলস্টেশনের দুই পাশেই রয়েছে বাজার এবং প্রয়োজনীয় প্রতিষ্ঠান । একদিকে যেমন স্কুল-কলেজ অপরদিকে উপজেলা প্রশাসনিক ভবন, ব্যাংক ও বেসরকারি অফিস নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটাসহ উপজেলা প্রশাসনের দপ্তরের গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রতিদিন সাধারণ মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার না করে নিচ দিয়ে চলাচল করছেন এতে সচেতনতার অভাবে ট্রেনে কাটা পড়ে পথচারীরা মারা যাচ্ছেন। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবে ও সচেতন করার জন্য ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এই মানববন্ধনের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সহ-সভাপতি বেলাল হোসেন ।
স্টেশন দিয়ে চলাচলকারি এক পথচারী জানান, আধুনিক বা মডেল স্টেশন করার ফলে স্টেশনটির মান উন্নয়ন হয়েছে ঠিকই । কিন্তু আমরা সাধারণ পথচারীরা ফুটওভারব্রিজে ওঠানামা একটু কষ্টকর হয় সেজন্যই আমরা আমাদের সুবিধার্থে স্টেশনের উপর দিয়ে যাতায়াত করি যেটা মোটেও ঠিক নয় । আমাদেরকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে যত কষ্টই হোক না কেন। তাহলে আমরা ছোট-বড় অনেক দুর্ঘটনার হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, দুর্ঘটনা যাতে না ঘটে এজন্যই নিজেদের জায়গা থেকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বলা হয় কিন্তু সাধারণ পথচারীরা সেটা শোনেন না।তিনি আরও বলেন, যাত্রীবাদে প্ল্যাটফর্মে বা রেলের জায়গায় সাধারন মানুষের চলাচল সম্পূর্ণ নিষেধ। সাধারণ মানুষের সচেতনতা জন্য মানববন্ধন করায় সংগঠনটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তানভীর ইসলাম, সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ কানন, সাধারণ সম্পাদক সিফাত হাসান সৈকত।