কামারখন্দে দেশের উন্নয়ন অগ্রগতি বিষয়ে সাংবাদিক সম্মেলন।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
দেশের উন্নয়ন, অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ এবং মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দে সাংবাদিক সম্মেলন করেছে জেলা তথ্য অফিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এতে জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়ের, প্রেসক্লাবের আহবায়ক গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক রাজ, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দৈনিক আমার সংবাদের কামারখন্দ প্রতিনিধি ইয়াছিন কবীর, সিরাজগঞ্জ নিউজের মোঃ খাইরুল ইসলা, দৈনিক প্রতিদিনের সংবাদের আশিক সরকার, একাত্তর বাংলা টিভির দুলাল হোসেন, দৈনিক যুগের কথার রাইসুল ইসলাম রিপন, দ্যা পিপলস নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আরিফ হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১টায় উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহনে দেশের উন্নয়ন, অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ এবং মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।