কামারখন্দে ডিজিটাল সেন্টারের দশম তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
খাইরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি) :
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজে তথ্যপ্রযুক্তির নানা সেবা পৌঁছিয়ে দেওয়ার লক্ষ্যে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়।
‘জনগণের দোরগোড়ায় সেবা’ তথ্য ও সেবাকেন্দ্র নামে চালু হওয়া ডিজিটাল সেন্টারের আজ (১১ নভেম্বর) দশম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কামারখন্দ উপজেলায় রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আজ সকাল সাড়ে ১২টার সময় (ইউডিসি) অফিস রুমে কেক কেটে দশমতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জানা যায়,২০১০ সালের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক ভোলা জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্বোধন করেন।
আর মাত্র কয়েক বছরে ডিজিটাল সেন্টার হয়ে উঠেছে অনেক জনপ্রিয়।
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কয়েক হাজার উদ্যোক্তা এসব সেন্টার থেকে লাক্ষ লাক্ষ নাগরিকের প্রয়োজনীয় ডিজিটাল সেবা দিতে কাজ করছেন।
দেশের অন্য উদ্যোক্তাদের মতো কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ও সরকারি-বেসরকারি সেবা পাওয়া যাচ্ছে।যেমন ডিজিটাল সেন্টারে সরকারি সেবাপ্রাপ্তির মধ্যে রয়েছে জমির পর্চা, জীবন বীমা, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ, সরকারি ফরম, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা, নাগরিক সনদ, কৃষি তথ্য ই-নামজারী প্রভৃতি।
অন্যদিকে ভিসা আবেদন ও ট্র্যাকিং, টেলিমেডিসন, মোবাইল ব্যাংকিং, বেসরকারি সেবাও পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে রায়দৌলতপুর ইউনিয়নের উদ্যোক্তা মাহমুদুল হাসান সাব্বির বলেন, ডিজিটাল সেন্টার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সব ধরনের তথ্য মূলকসেবাসহ নানান ধরনের সেবা দিয়ে থাকি।
এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টার বর্তমানে একটি যুগান্তকারী পদক্ষেপ এটি প্রতিষ্ঠা হওয়ায় কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রায়দৌলপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান, ইউপি সচিব ফরিদুল ইসলাম, আওয়ামিলীগের রায়দৌলতপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম সারোয়ার হোসেন, ইউপি সদস্য মোঃ রেজাউল করিম,আরিফুল ইসলাম, মোঃসাইদার রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আলাউদ্দিন রাইসুল হাসান, আশরাফুল, সোহেলসহ প্রমুখ