কামারখন্দে ট্রাকচাপায় আহত স্কুল শিক্ষকের মৃত্যু
খাইরুল ইসলাম (কামার খন্দ প্রতিনিধি):
ট্রাকচাপায় আহত স্কুলশিক্ষক আব্দুল আলীম মাস্টার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে সাতটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। আলীম মাস্টার কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকতার হোসেনের ছেলে। তিনি নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন । তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুর পূর্বে সজিব ও সালমান নামে দুটি সন্তান রেখে যান। এছাড়া (২১ এপ্রিল) বেলা দশটায় তার জানাযা সম্পূর্ণ হবে বলে জানান। এর আগে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ী এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আলীম মাস্টারের বাবা আকতার হোসেন (৬৯)। এতে গুরুতর আহত হন আলীম মাস্টার। তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু হলো তার