কামারখন্দ

কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ

সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে (জেডিপি) ২২তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী সকাল ৯ ঘটিকা হতে তেলাওয়াতে কোরআন ও গীতা পাঠের মধ্যে দিয়ে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নিজ স্কুল মাঠে শুরু হয়ে সোমবার রাত ১১টা পর্যন্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দুই দিন ব্যাপি এ আয়োজনের।

এ বছরের ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বালিকারা ১০০ মিটার, ১৫০ মিটার, উচ্চ লম্ফ, সংযোগ দৌড়, বিস্কুট দৌড়, ময়দা দৌড়, চাকতি ও বর্ষা নিক্ষেপ, শিক্ষক-অভিভাবক সদস্যরা রশি টানাটানি, ৪র্থ শ্রেণি কর্মচারীদের ঝুড়িতে বল নিক্ষেপ। সাংস্কৃতিক পর্বে ছিলো তেলাওয়াতে কোরআন, গীতা পাঠ, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, তর্ক-বিতর্ক, লোকগীতি, লোকনৃত্য, একক অভিনয় অংশগ্রহণ করে ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ—২ (সদর—কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এর আগে রবিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।