কামারখন্দ

কামারখন্দে চুরি যাওয়া টাকা ও মালামালসহ আটক ২

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের কামারখন্দে অভিনব কায়দায় রাতের আধারে পাঁচটি দোকানের মালামাল চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়।

মামলার এজাহার ও থানা পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার রাতে কামারখন্দ থানার তালুকদার বাজারের ইলেকট্রিক, মোবাইল ফোন, বিকাশ, স্টুডিও ও স্বর্ণের পাঁচটি দোকানের টিনের বেড়া কেটে নগদ ৮৮ হাজার টাকা ও প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে এঘটনায় ইলেকট্রিক দোকানদার ওমর ফারুক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।মামলা দায়েয়ের পর এ ঘটনায় জড়িত দুইজনকে গত শুক্রবার ভোরে ও সকালে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো, বগুড়া জেলার ধুনট থানার শেহুলিয়া বাড়ী গ্রামের মিঠু শেখ (২৪) এবং কামারখন্দ থানার সৈয়দগাঁতী গ্রামের খোরশেদ আলম (৪০)। ২০শে আগষ্ট শনিবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, তালুকদার বাজারের পাঁচটি দোকানে চুরির ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা ও মালামাল উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এঘটনায় আরও কেউ জড়িত আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।