কামারখন্দ

কামারখন্দে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

 

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

শিক্ষাকে এগিয়ে নিতে এবং মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২শে সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু হাসেম । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি চিত্তরঞ্জন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকার প্রায় অর্ধশত মায়েরা অংশ গ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

সমাবেশে বক্তারা বলেন, সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সহকারী শিক্ষক মোঃ হেলাল আরেফিন, মোছাঃ শাহনাজ পারভীন, গোলাপী রানী, রীনা রানী, জয়দেব সরকার প্রমুখ।

২২/৯/২০২২
আমিরুল ইসলাম
কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ