কামারখন্দে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
আমিরুল ইসলাম, কামারখন্দ(সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে সরিষা উৎপাদনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় এ মৌসুমে পর্যায়ক্রমে ১ হাজার ৫৫০জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা , মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহসিন তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিজনকে বিনামূল্যে এক কেজি সরিষা ফসলের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
আমিরুল ইসলাম
কামারখন্দ, সিরাজগঞ্জ।
১৩-১১-২০২২