কামারখন্দে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
সোমবার (২০শে জুন) বিকাল ৫টায় উপজেলা পরিষদের সামনে থেকে এনএটিপি-২ এর আওতায় উপজেলার চর-নুরনগর এবং কোনাবাড়ি সিআইজি সমিতির মাধ্যমে পাওয়ার টিলার ৪টি , অটো ভ্যান ৮টি, ফুট পাম্প ২টি, পাওয়ার থ্রেসার ৪টি, পাওয়ার স্পে্রয়ার ৩টি এই কৃষি যন্ত্রপাতি বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আনোয়ার সাদাত জানান যে, উপজেলার কোনাবাড়ী এবং চরনূরনগর এই দুটি গ্রামের সিআইজি সমিতির মাধ্যমে সরকার ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় এবং কৃষির আধুনিকায়নের স্বার্থে তাদের জন্য এ ভর্তুকির ব্যবস্থা করা হয় । পাশাপাশি কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় সামনের দিনগুলোতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উক্ত কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম শহীদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান ও স্থানীয় সুশীল সমাজ।