কামারখন্দে কৃকাক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে ফেলেছে কলেজ কর্তৃপক্ষ
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দের কৃষি কারিগরি কলেজ(কৃকাক) কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে অষ্টম সেমিস্টারের ২০১৭- ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কার্ড হারানোর বিষয়ে কলেজের অধ্যক্ষ আয়েশা নাজনীন বলেন, আমি আসার পূর্বে সাবেক প্রিন্সিপাল আব্দুস সালাম স্যারের সময় রেজিস্ট্রেশন কার্ড বোর্ডে প্রস্তুত থাকলেও তিনি সংগ্রহ করেননি। যেহেতু ভবিষ্যতে রেজিষ্ট্রেশন কার্ডটি শিক্ষার্থীদের প্রয়োজন হবে বলে তাদের এভাবে তোলার জন্য পরামর্শ দিয়েছি ।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের কৃষি কারিগরি কলেজের কৃষি ডিপ্লোমার ১৭ শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন কার্ড কলেজ কর্তৃপক্ষ হারিয়ে ফেলেছে। এ দায় শিক্ষার্থীদের নিয়ে নিজ নিজ থানায় জিডি করে পত্রিকা’য় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন কর্তপক্ষ। কৃষি ডিপ্লোমার রেজিষ্ট্রেশন কার্ড শিক্ষার্থীরা হাতে না পেয়েই নিজেদের দায় নিয়ে থানায় জিডি বা পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশ করতে নারাজ শিক্ষার্থীরা।
তারা আরও জানায়, কলেজ কর্তৃপক্ষ আমাদের সেশনের রেজিষ্ট্রেশন কার্ড হারিয়েছে আর এ দায় কলেজ কর্তৃপক্ষের। রেজিষ্ট্রেশন কার্ড দ্রুত তুলে দেওয়ার অনুরোধ করেছেন শিক্ষার্থীরা ।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কারিগরি কলেজের সভাপতি মেরিনা সুলতানা প্রশিক্ষণে থাকার কারণে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে ভারপ্রাপ্ত কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন বলেছেন, যদি কলেজ কর্তৃপক্ষ রেজিষ্ট্রেশন কার্ড হারিয়ে ফেলে তাহলে এটা শিক্ষার্থীদের উপর দায় দেওয়ার মানে হয় না। কলেজ কর্তৃপক্ষকে উদ্যোগ নিয়ে জিডি করতে হবে। বিষয়টি আমি জানার চেষ্টা করছি এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিবো।
০৫/৯/২০২২
আমিরুল ইসলাম
কামারখন্দ উপজেলা, সিরাজগঞ্জ