কামারখন্দ

কামারখন্দে কারেন্ট জাল জব্দ ও অর্থদন্ড

খাইরুল ইসলাম (স্টাফ রিপোর্টার) :

কামারখন্দে রবিবার অভিযান চালিয়ে ৩০০শ‘ মিটার কারন্টে জাল জব্দ করছে ভ্রাম্যমান আদালত। পরে এইসব জাল আগুনে পুড়েিয় দেওয়া হয় এবং ৩ জনকে ২০০ টাকা করে অর্থদন্ড দেওয়া হয় । দুপুরে কামারখন্দ উপজলোর রায়দৌলতপুর ইউনয়িনের হায়দারপুর বাঁশবাড়িয়া গ্রামের রাস্তার এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালেিয় ৩০০শ‘ মিটার কারেন্ট জাল জব্দ করেন সহকারী কমশিনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুশরাত। এসময় তার সাথে উপস্থিত ছিলেন মৎস্য র্কমর্কতা রনি চন্দ্র মন্ডল, কামারখন্দ থানার এস আই মহিদুল হাসান এবং তার সঙ্গিও ফোর্স সহকারী কমশিনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুশরাত বলেন, আমরা বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি । তার প্রেক্ষিতে আজ এখানে আসা । আজ যে পরিমান কারেন্ট জাল জব্দ করেছি তা অনেক কম । অনুমান করা যাচ্ছে এখানে আরও অনেক জাল থাকতে পারে । তবে এবারের মত সাবধান করছি । আগামীকাল আবার মনিটরিং করা হবে । সেখানে যদি আবার পাওয়া যায় তাহলে ৫০০০ টাকা অর্থদন্ড সহ ৬ মাস এর জেল হতে পারে । উপজেলা মৎস্য অফিসার রনি চন্দ্র মন্ডল বলেন, কারেন্ট জাল ব্যবহার করা আইনত দন্ডনীয় অপরাধ । তাছারা এখন মাছের ডিম দেওয়ার সময় । এখন যদি মা মাছ গুলো ধরা পরে তাহলে কোন মা মাছ ডিম দিতে পারবে না । ইত্যাদি ক্ষতিকর দিক তুলে ধরে সবাইকে সচেতন হওয়ার নির্দেশ দেন । ভবিষ্যৎ সময়ে এ ব্যপারে সচেতন থাকার জন্য সকলকে অবহিত করেন ।