কামারখন্দে করোনার টিকায় টাকা নেওয়ায় ভ্যাকসিন কর্মীকে অব্যাহতি
আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানে টাকা নেওয়া ও বিদেশ গমনেচ্ছুদের হয়রানির অভিযোগে ভ্যাকসিন প্রদানকারী মাল্টিপারপাস হেলথ ভলেন্টিয়ার সুমনকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা জাহিদুল নামের এক ব্যক্তি জানান, আমি দুটি টিকা গ্রহণ করেছি, হাসপাতালে ৩য় ডোজের জন্য গেলে সুমন নামের একজন টিকাদান কারী বলেন, আপনি যে টিকা দিয়েছেন এসব টিকার কোন মূল্য নাই ভুয়া, এ টিকায় কাজ হবে না, নতুন করে নিবন্ধন করতে হবে ৫শ টাকা লাগবে।
উপজেলার পাইকশা গ্রামের ছানোয়ারের ছেলে আবুল কাইয়ুম জানান, আমি সিঙ্গাপুর যাওয়ার জন্য টিকা গ্রহণ করতে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই, আমার সাথে আরও দুজন ছিল সুমন নামের একজন মাল্টি পারপাস হেলথ্ ভলেন্টিয়ার আমাদের নিকট মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করে। দুজন টাকা দিয়ে টিকা গ্রহণ করে, আমি টাকা দিতে অস্বীকার করলে আমাকে টিকা দেওয়া হয়নি, পরে সিরাজগঞ্জ সদর থেকে টিকা গ্রহণ করি। অভিযোগের বিষয় অস্বীকার করে মাল্টি পারপাস হেলথ্ ভলেন্টিয়ার সুমন জানান, টিকা গ্রহণে কোন ধরনের টাকা পয়সা নেওয়া হয় না। যারা এধরণের অভিযোগ করেছেন তারা মিথ্যা বলেছেন। রবিবার (২৮ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, সরকারি ভাবে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। হঠাৎ করে বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে ভ্যাকসিন নিতে টাকা নেওয়া সহ নানা অভিযোগ ওঠে ভলেন্টিয়ার সুমনের বিরুদ্ধে। তিনি আরও জানান, অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গে শুরুতে তার ভ্যাকসিন দেওয়ার পাসওয়ার্ড পরিবর্তন করা হয় পরে বিকেলে তাকে ভ্যাকসিনেশন সহ সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়।
