কামারখন্দ

কামারখন্দে উপ নিবার্চনে বিজয়ী ইউপি সদস্যের শপথ গ্রহণ

আমিরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের উপ-নিবার্চনে নব নির্বাচিত ইউপি সদস্য তারিকুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১শে জুলাই) দুপুর ২টার উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার মোছাঃ মেরিনা সুলতানা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ৩নং জামতৈল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জনাব মকবুল হোসেন।

এর আগে চতুর্থ ধাপে উপজেলায় চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩নং জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য চরকুড়ার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সেলিম রেজা সেলিম বিপুল ভোটে বিজয়ি হন। তারপর ১৪ই ফেব্রুয়ারি হৃদরোগজনিত কারণে সেলিম রেজা সেলিম (সেলিম মেম্বার) ইন্তেকাল করেন। পরে সেই ওয়ার্ডে ১৫ই জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় ।