কামারখন্দে ইউপি সদস্যের মৃত্যুতে পূর্ণ ভোট গ্রহণ ১৫ই জুন
আমিরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি):
কামারখন্দ ইউপি সদস্যের মৃত্যুতে পুনঃভোটগ্রহণ আগামী ১৫ই জুন রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার ৩নং জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যের মৃত্যুতে নিয়মানুযায়ী পুনঃভোটগ্রহণ আগামী ১৫ই জুন রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়ার্ডের মধ্যে বিভিন্ন মেম্বার প্রার্থীর পোস্টারে ভরে গিয়েছে এবং সবার মাঝে নির্বাচনের হাওয়া বইছে যার কারণে টি-স্টল এবং পাড়ায় পাড়ায় নির্বাচনী আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আবার কিছু বয়স্ক ও তরুণদের মাঝে মৃত মেম্বার এর জন্য হাহাকার করতে দেখা যায়।
উপজেলা নির্বাচন অফিসার এস এম আব্দুর রহিম জানান, ৩নং জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যের মৃত্যুতে নিয়মানুযায়ী গত ২৬/৫/২০২২ তফসিল ঘোষণা করা হয়। সেই অনুযায়ী ১৫জুন ভোটের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে ৩নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ২৬৯২জন। যেখানে মোট ৫জন প্রার্থীর মধ্যে নির্বাচনের প্রতিযোগিতায় যে কোনো একজন নির্বাচিত হবেন। স্থানীয় কিছু ভোটারের সাথে কথা বলে জানা যায় যে, নতুন যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন। তারা সবাই ভোট চাইছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।
সোলায়মান নামে এক ভোটার বলেন তাদের আগের যে সেলিম মেম্বার ছিলেন তিনি তাদেরকে সবসময় খোঁজখবর রাখতেন । তার মৃত্যুতে আমরা শোকাহত । এবারের নির্বাচনের বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে যাকে আমরা যোগ্য মনে করব তাকে আমরা ভোট দিয়ে মেম্বার বানাবো। উল্লেখ্য যে গত ২৬/১২/২০২১ইউপি নির্বাচনে মোঃ সেলিম নির্বাচিত হয়েছিলেন। হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন। তিনি মারা যাওয়ার পর এই ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদটি শূন্য হয়ে পড়ে।