কামারখন্দের সীমান্তবাড়ীতে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ।
আজিজুুর রহমান মুুুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
বুধবার (০৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার সীমান্তবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, মোটরসাইকেলে দুই আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। অপরজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।