কাজিপুর

কাজীপুরে দুইশ কৃষক পেলেন মাসকলাই বীজ ও সার

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজীপুরে মাসকলাইয়ের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় উপজেলা কৃষি কার্যালয় চত্বরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দুইশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

বিতরণ কাজের উদ্বোধন করেন কাজীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাঈমা জাহান সুমাইয়া।

এসময় ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ৫ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) বিনামূল্যে প্রদান করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

মোঃ আশরাফুল আলম, কাজীপুর, সিরাজগঞ্জ
৪-৯-২০২৫,