কাজিপুর

কাজীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আঃলীগের একক প্রার্থী খলিলুর রহমান সিরাজী’র মনোনয়ন জমা, নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলীয় মনোনীত একক উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কাজীপুরের জননন্দিত নেতা খলিলুর রহমান সিরাজী’র মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার (১১ ফেব্রয়ারি-২০১৯) কাজীপুর উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান প্রার্থীর একক মনোনয়ন জমা হওয়ায় তার বিজয় সুনিশ্চিতের পথে এজন্য কাজীপুরের তৃর্ণমুুুলের নেতাকর্মীরা তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন । অপরদিকে,উপজেলা নির্বাচন অফিসে ভাইস চেয়ারম্যান পদে ডজন খানেক প্রার্থীর ও বেশী মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন অফিসে এক উৎসব মুুখর পরিবেশে পরিলক্ষ্যিত হয়। এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী বলেন, আমার নেতা আপনাদের নেতা মোহাম্মদ নাসিম ও তানভীর শাকিল জয়ের আশীর্বাদে কাজিপুরবাসী ভালোবেসে আমাকে এ স্থানে নিয়ে এসেছে আমি যথাসাধ্য চেষ্টা করবো তাদের ভালোবাসা যেন চিরদিন টিকিয়ে রাখতে পারি।’ এসময় তিনি উপজেলার সাধারণ মানুষকে তার পাশে থাকার অনুরোধ জানান।