কাজিপুর

কাজিপুর পৌর মেয়র কর্তৃক সাংবাদিকদের হুমকি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:

কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার কর্তৃক সাংবাদিকদের প্রাণনাশের হুমকি ও অশোভন আচরণের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সিরাজগঞ্জ প্রেসক্লাব।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের তাৎক্ষণিক বৈঠকে এ নিন্দা প্রস্তাব জানান প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, “ কাজিপুর পৌরসভায় কৃষি প্রণোদনা অগ্রাধিকার তালিকায় মেয়র হান্নান” শিরোনামে স্থানীয় পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান কর্তৃক একাধিক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অশোভন আচরণ করেছেন। যা একজন জনপ্রতিনিধি হিসেবে গ্রহণযোগ্য নয়। তার এহেন আচরণে সাংবাদিক সমাজ চরমভাবে ক্ষুব্ধ হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রোববার বিকেল ৪টায় এক প্রতিবাদ সভার আহবান করেছেন নেতৃবৃন্দ। এ প্রতিবাদ সমাবেশে জেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।