কাজিপুর

কাজিপুর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত   ! 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার 

সোনামুখী-মেঘাই প্রধান সড়কের সোনামুখী আল জামিয়াতুল মাদানিয়া মাদ্রাসার পাশে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম (৫০) নামে একজন নিহত  হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দি‌কে কা‌জিপুরের সোনামুখী কনসিডিয়াম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম কা‌জিপুর উপজেলার ছালাভরা পূর্বপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।

কা‌জিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, রফিকুল ইসলাম বিকেল সাড়ে ৫টার দিকে সোনামুখী বাজার থেকে নিজ বাড়ি ছালাভরা পূর্বপাড়া গ্রামে মোটরসাইকেলযোগে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।