কাজিপুর

কাজিপুর আসনে মনোনয়নযুদ্ধে আওয়ামীলীগ ও বিএনপির ৭ প্রার্থী

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ॥

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে আসন)। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার আ’লীগের সভাপতিমগুলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি ও কাজিপুর আসনের সাবেক এমপি, স্বেচ্ছাসেবকলীগের কেন্ত্রীয় কমিটির সহ-সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় মনোনয়ন ফরম তুলেছেন। আর বিএনপির থেকে ৫ জন দলীয় মনোনয়ন ফরম তুলেছেন।

কাজিপুর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, কাজিপুরে মোহাম্মদ নাসিম আমাদের দলীয় প্রার্থী। বিগত পাঁচ বছরে উনি কাজিপুরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। কাজিপুরের মানুষ নৌকা ভিন্ন অন্য কিছু ভাবতেই পারে না। কাজিপুর হচ্ছে নৌকার ভোট ব্যাংক। স্বাধীনতা পরবর্তী কোন নির্বাচনেই এখানে নৌকার প্রার্থী ছাড়া কেউ জিততে পারেননি। এবারও নৌকার জয় আশা করছি। অন্যদিকে চরম অস্তিত্ব সংকটে পড়া বিএনপি এই আসনে নির্বাচনের জন্যে ৫ জন দলীয় মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। এরা হলেন-সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা তালুকদার, কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সেলিম রেজা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান, কাজিপুর উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য টি,এম তহজিবুল এনাম তুষার, বিএনপির সদস্য কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির অনেক নেতাই জানিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির সম্ভাব্য প্রার্থীদের কেউই এখন কাজিপুরে থাকেন না। এর একজন সঙ্গীত শিল্পী কনকচাপা। কাজিপুরের কোন নেতা কর্মিকেই তিনি চেনেন না। নাজমুল হাসান রানা তালুকদার ও রবিউল হাসান থাকেন সিরাজগঞ্জ শহরে। টি,এম তহজিবুল এনাম তুষার থাকেন ঢাকায়। দলের বর্তমান সভাপতি সেলিম রেজা অনেকদিন বগুড়ায় সাধারণ সম্পাদক রবিউল হাসান সিরাজগঞ্জে থাকলেও মাঝে মধ্যে তিনিই এলাকায় আসেন। সেলিম রেজা জানান, হামলা, মামলা দিয়ে আমাদের আতঙ্কের মধ্যে রেখেছে আ’লীগ। তারপরেও দলীয় সিদ্ধান্ত পেলে ভোটের মাঠে আমরা থাকবো।

উল্লেখ্য এবার কাজিপুর আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৮ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ২০১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৯৬৫ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশি মোট ১ হাজার ৭৬৪ জন।