কাজিপুর

কাজিপুরে ৯৫-ফাউ‌ন্ডেশ‌ন এর উ‌দ্যো‌গে ৭’শ প‌রিবা‌রের মা‌ঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন রমজান উপলক্ষে ৭শ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ  করেছে ৯৫ ফাউ‌ন্ডেশ‌ন কা‌জিপুর।
২৬ মার্চ শনিবার স্বাধীনতা দিবসে উপজেলার তারাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি সামাজিক সংগঠনটির ধারাবাহিক জনহিতকর কাজের ভূয়সি প্রশংসা জানিয়ে বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে যারযার অবস্থান থেকে নিয়োজিত থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,  ফাউন্ডেশনের সি‌নিয়র সহসভাপ‌তি প্র‌কৌশলী আব্দুল্লাহ আল নোমান জা‌কির, শুভগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন। সহ-সভাপতি হাফিজুর রহমান এবং  সোলায়মান হোসেন সোহাগ।
সাধারণ সস্পাদক ছা‌ব্বির আহ‌মেদের ব্যবস্থাপনায় এবং সাংগঠনিক সম্পাদক এস এম সারোয়ার এ আলমের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯৫ ফাউন্ডেশন কাজিপুর এর সভাপতি প্রকৌশলী আবু রায়হান। অনুষ্ঠান শেষে উপজেলার অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ৭শ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি।