কাজিপুরে সতেরো দিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরের সিমান্তবাজার মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত লাবনী আক্তার ববি (১৬) নামে এক কলেজ ছাত্রী সতেরো দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ ববি উপজেলার বীর শুভগাছার মৃত বাবুল আক্তারের মেয়ে।
এব্যাপারে নিখোঁজের নানা ময়নাল কাজী ২৯-শে মার্চ কাজিপুর থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন। যাহার নং ১২৯৮ ।
নিখোঁজের নানা ময়নাল কাজি ও জিডি সূত্রে জানা যায়, ববি গত ২৪-মার্চ আনুমানিক রাত সাড়ে ১০টায় ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাহিরে চলে যায়। পরবর্তীতে সকাল হয়ে গেলেও ঘরে ফিরে আসে না। সকল আত্মীয় স্বজনদের বাড়ীতে খোঁজাখুঁজি করে ববি’র কোন সন্ধান পাওয়া যায়নি।
জিডির বিষয় নিশ্চিত করে নিখোঁজ কলেজ ছাত্রীর ব্যাপারে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএন সরকার।
