কাজিপুরে সওজ বিভাগের জায়গা দখলের মহোৎসব
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুরের মেঘাই বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক উদ্ধারকৃত জায়গা আবার দখল করে দোকান ঘর নির্মাণের মহোৎসব চলছে। এতে করে সড়ক উন্নয়ন কাজ বিঘ্নিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি সিরাজগঞ্জ-কাজিপুর-শেরপুর আঞ্চলিক সড়কের সম্প্রসারণ কাজের অংশহিসেবে সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সওজ সিরাজগঞ্জ। এতে কাজিপুর উপজেলার কয়েক হাজার অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়। সড়ক উন্নয়ন কাজ শেষ না হতেই চিহ্নিত দখলদারদের দৌরাত্ম্যে আবারও সরকারি জায়গায় ঘর তোলা শুরু হয়েছে।
সোমবার ৫ জুলাই সরেজমিনে গিয়ে অবৈধ স্থাপনা নির্মাণের একাধিক প্রমাণ মেলে।
সুবিধাভোগী দখলদার মেঘাই গ্ৰামের মুকুল জানায়, সরকারি জায়গায় আগেও ঘর ছিল, ভেঙ্গে দিয়েছিল, আবার তুললাম।
মেঘাই নতুন বাজারে সরকারি জায়গা দখলে নিয়ে তেলপাম্প স্থাপনকারী দখলদার আব্দুল আওয়াল জানায়, লীজ গ্ৰহনের প্রক্রিয়া চলছে।
মেঘাই সমবায় সুপার মার্কেট কমিটির সভাপতি ইদ্রীস আলী ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জানান, দখলদাররা প্রভাব খাটিয়ে
অনৈতিকভাবে এসকল স্থাপনা নির্মাণ করছে। জনমনে এর বিরুপ প্রতিক্রিয়া পড়ছে।
এবিষয়ে সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, সড়কের পাশে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।