কাজিপুর

কাজিপুরে যমুনা নদীতীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করলেন এমপি জয় 

নিজস্ব প্রতিবেদকঃ
যমুনা নদীর ভাঙ্গন হতে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলাধীন সিংড়াবাড়ী, পাটাগ্ৰাম ও বাঐখোলা এলাকা সংরক্ষণ প্রকল্পের আওতায় বাঐখোলা এলাকায় নদীতীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
বুধবার (১৫-ডিসেম্বর) বিকেলে বাঐখোলা গ্ৰামে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম হোসেন, বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপ-বিভাগীয়  প্রকৌশলী নাসির উদ্দিন, নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপু। ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং জনসাধারণ।