কাজিপুর

কাজিপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের পাটাগ্ৰাম রোডের বানিয়াজান ব্রিজ এলাকায় বেপরোয়া গতির মটর সাইকেলে পিষ্ঠ হয়ে ওসমান গণি (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের গোপালনগর গ্ৰামে। সে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিল।

প্রতক্ষদর্শী একাধিক স্থানীয় ব্যক্তি জানায়, মঙ্গলবার (২২-জুন) সকাল আনুমানিক ৯ টায় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে বৃদ্ধকে পিষ্ঠ করে। এসময় মটরসাইকেল চালক সদর উপজেলার কুড়ালিয়া গ্ৰামের জহুরুল কাজীর ছেলে নয়ন কাজী মারাত্মক আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন এবং নয়নকে উন্নতর চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএন সরকার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।