কাজিপুরে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার শহীদ এম, মনসুর আলী ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি চত্বরে অনুষ্ঠিত হয় এই পুনর্মিলনী।
মুক্তিযোদ্ধা পুনর্মিলনী কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী ইউনুস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “আ.লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য সবকিছু করে যাচ্ছে। মুক্তিযোদ্ধারাই জাতির সূর্য সন্তান। নতুন করে ৩০ হাজার বীর মুক্তিযোদ্ধাকে গৃহ নির্মাণ করে দেবার ব্যবস্থা করছেন বর্তমান সরকার।
” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, সাবেক ইউনিট কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ। এর আগে জাতির জনক শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, কাজিপুরের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম সহ সকল বীর শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয় ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয়, টুপি ও ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করেন।
