কাজিপুরে মায়ের সাথে সাঁতার শিখতে গিয়ে শিশু রিয়াদ নিখোঁজের ১৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে মায়ের সাথে যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর ১২ বছর বয়সী রিয়াদের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৭ টার দিকে উদ্ধার অভিযান শেষ করে তারা। এর আগের দিন ১১ জুলাই বিকেল সাড়ে ৩ টায় পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ।
নিহত রিয়াদ শুভগাছা গ্ৰামের রুবেল আহমেদের ছেলে, স্বজনেরা জানায় রিয়াদের বাবার সরকারি চাকরির সুবাদে লালমনিরহাটে বসবাস করতো, ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলো, ঈদের পরদিন বিকেলে চাচাতো ভাই বোনদের নিয়ে মায়ের সাথে বাড়ির সন্নিকটে যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানায়, নদী পারে বিকেল সাড়ে তিনটার দিকে মহিলার আত্মচিৎকার শুনে বন্ধু সাগরের সহায়তায় একটি শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করলেও রিয়াদ তলিয়ে যায়।
উদ্ধার শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাব অফিসার রফিকুল ইসলাম জানান, স্টেশনে ডুবুরী না থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে, রাজশাহী থেকে আগত ডুবুরির সহায়তায় উদ্ধার অভিযান সফল হয়েছে। ঈদ উল আযহা পরবর্তী এমন হৃদয়বিদারক ঘটনা স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে ।