কাজিপুর

কাজিপুরে মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুরে মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৮-মে) সকালে কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই গ্রামে ২’শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারাদেশে সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এতে বিপাকে পড়েছে গরীব, দুস্থ ও নিম্নবিত্ত মানুষ। এমতাবস্থায় তাদের পক্ষে ঈদ সামগ্রী ব্যবস্থা করা কষ্টসাধ্য।

মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সমস্ত পরিবারের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শাহ্ আলম কাজল সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে জানান, “ অসহায় মানুষের সেবার জন্য আমরা সর্বদা নিয়োজিত থাকতে চাই। আগামীতেও তাদের জন্য কাজ করতে চাই”।

উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকে উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণের পাশাপাশি মাস্ক, হ্যান্ড ওয়াশের মত বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশন।