কাজিপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
নিজস্ব প্রতিবেদকঃ
“মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই দিবসটি পালন করা হয়েছে।
সোমবার (১৫-মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব কাজিপুর উপজেলা শাখার আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাট্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে কাজিপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ভোক্তা অধিকারের এক প্রামান্যচিত্র দেখানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, ক্যাব কাজিপুর উপজেলা শাখার সভাপতি সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রেজাউল করিম।
আরো বক্তব্য রাখেন, কাজিপুর সদর ইউপি চেয়ারম্যান টি,এম আতিকুর রহমান, মাইজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, ক্যাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য পরিমল কুমার তরফদার, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল তালুকদার, নির্বাহী সদস্য সাংবাদিক হুমায়ুন কবীর, স্যানিটারি অফিসার আব্দুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ক্যাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দসহ ক্যাবের অন্যান্য সদস্যবৃন্দ।
