কাজিপুর

কাজিপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ১১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৫ ধাপের ইউপি নির্বাচনে কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টিতেই চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বিতা থাকছে না। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক জানান, তফসিল অনুযায়ী ২০ ডিসেম্বর  প্রতীক বরাদ্দ দিনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি না থাকায় মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন, গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, শুভগাছায় গিয়াস উদ্দিন, কাজিপুরে কামরুজ্জামান বিপ্লব, চরগিরিশে এসএম জিয়াউল হক, তেকানীতে হারুনার রশিদ, নিশ্চিন্তপুরে খাইরুল ইসলাম, খাসরাজবাড়িতে জহুরুল ইসলাম, নাটুয়ারপাড়ায় আব্দুল মান্নান, সোনামুখীতে শাহজাহান আলী ও চালিতাডাঙ্গায় আতিকুর রহমান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। শুধুমাত্র মনসুর নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য ১ জন ও সাধারণ সদস্য ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
১২টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে  ১২৯ জন ও সাধারণ সদস্য ৩৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৫ জানুয়ারি ২০২১ ইং তারিখে ১২ টি ইউনিয়নের ২লক্ষ ৮ হাজার ৭ শত ৪২ জন ভোটার ১ শত ২৬ টি ভোট কেন্দ্রের ৬ শত ৫০ টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন নিশ্চিত করেছে উপজেলা নির্বাচন কার্যালয়।