কাজিপুর

কাজিপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ।

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের কাজিপুরে বজ্রপাতে ফরিদুল ইসলাম (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের পূর্ব জজিরা গ্রামের কাইঞ্চা মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুন) বিকেল পাঁচটার দিকে, তিনি নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে খড়ের গাদা সরাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্র বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

তাঁর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন।