কাজিপুর

কাজিপুরে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের আয়োজনে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের কাজিপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (১৭ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার অক্সফোর্ড ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২য়-৫ম শ্রেণি ও ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীরা দুটি বিভাগে উপজেলার ২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি বিভাগে আলাদা করে রচনার বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘ছোটদের বঙ্গবন্ধু’ এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’।

এসময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিল বলেন, “বঙ্গবন্ধু ও বাংলাদেশকে আরো বেশি করে জানতে আমাদের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শেখ শাহা আলমের সহায়তায় আমরা এই আয়োজন করেছি। পরবর্তিতে প্রতিটি জাতীয় দিবসে আরো বড় পরিসরে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”