কাজিপুর

কাজিপুরে বঙ্গবন্ধুর নামে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

 
নিজস্ব প্রতিবেদকঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোষ্ট দেওয়ার প্রতিবাদে কাজিপুর ক্যাপ্টেন ছাত্র সংসদের আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার(১৫-মার্চ) সকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের গুলের মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন  চরগিরিশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরু তালুকদার,সহ-সভাপতি  আব্দুল বারীক, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আঃলীগের সভাপতি রেজাউল করিম, ২নং ওয়ার্ড আঃলীগের সাধারন সম্পাদক জুড়ান আলী,ইউনিয়ন  কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান। 

এ সময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে Terribly Mosca নামক ফেসবুক আইডি থেকে কটূক্তিমূলক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়ে উক্ত আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার  দাবি জানান।