কাজিপুর

কাজিপুরে নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের টিনের চালায় শিশুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুরের নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজের টিনের চালায় পড়ে থাকা নূরনবী নামের (৭) বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটি নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবের গ্ৰামের হাফিজুর রহমানের পুত্র। রহস্যজনক এ মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানা যায়, মৃত নূরনবীর বাবা এবং মা ঢাকাস্থ গার্মেন্টসে কর্মরত বিধায় নুরনবী নানার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। মৃতের নানা রুহুল আমিন এবং কলেজ প্রহরী বদিউজ্জামান (৫০) জানায়, গত ৭ জুন দুপুর ৩ টায় নাটুয়ারপাড়া ডিগ্ৰি কলেজের টিনশেড ঘরের বারান্দার চালা থেকে মৃত অবস্থায় নূরনবীর লাশ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে থানায় কোন ডায়রি হয়নি বলে নিশ্চিত করেছে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা স্বাস্থ্য সহকারী ইমান আলী জানান, নিহত শিশুটির গায়ে একাধিক ক্ষতের চিহ্ন ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ তুলে জানায়, কলেজের নিরাপত্তা বেষ্টনী নেই, শিশুটির মৃত্যু রহস্যজনক হওয়া সত্ত্বেও কলেজের ৫০ গজ দুরত্বে স্থাপিত পুলিশ ফাঁড়িতে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়নি, অধ্যক্ষ প্রভাবশালী বিধায় বিষয়টি ধামাচাপা পড়ছে।

এসময় নূরনবীর মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাটুয়ারপাড়া ডিগ্ৰি কলেজ অধ্যক্ষ তোজাম্মেল হক বকুল বলেন, বিষয়টি আমি জেনেছি, এটা একটা দুর্ঘটনা, সম্ভবত ছেলেটি শুকনা পাতা কুড়াতে টিনের চালায় উঠতে পারে। তবে এবিষয়ে থানায় জানানো হয়নি।