কাজিপুরে দশম শ্রেণীর ছাত্রী মনিকা অপহরনের দু’মাস পর উদ্ধার ।
কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে দশম শ্রেণির ছাত্রী মনিকা খাতুনকে অপহরণের দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। কাজিপুর থানার এসআই সামিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার ধুনট থানার দাসপাড়া থেকে গত শুক্রবার তাকে উদ্ধার করে। এসময় কথিত অপহরণকারি স্বপন ওরফে সাগরকেও আটক করেছে। কাজিপুর উপজেলার রৌহাবাড়ি গ্রামের মোজাম্মেলের মেয়ে সোনামুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মনিকা খাতুন (১৫) কে গত ২১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় স্কুলে যাবার পথে একই গ্রামের নওশের আলীর পুত্র স্বপন ওরফে সাগর (২৫) অপহরণ করে। অপহরণের তিনদিন পর মনিকার বাবা গত ২৫ ফেব্রুয়ারি কাজিপুর থানায় একটি জিডি করেন। এর একমাস পর থানা পুলিশ এ বিষয়ে মামলা নেয়। কাজিপুর থানার ওসি একেএম লূৎফর রহমান জানান, প্রথমে মেয়ের বাবা একটি জিডি করেন। আমরা তার মেয়েকে উদ্ধারের জন্যে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়েছি। পরে নিয়মিত মামলা নেয়া হয়েছিল। উদ্ধারকৃতদের সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।