কাজিপুর

কাজিপুরে থানা পুলিশ ইয়াবা সহ দু’মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ কাজিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ টি ইয়াবা ট্যাবলট সহ দু’ মাদক কারবারি কে গ্রেফতার করেছে।

সিরাজগঞ্জ জেলার সুযোগ‍্য পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম এর দিকনির্দেশনায় এবং কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকারের প্রত‍্যক্ষ সহযোগিতায় টিম পুলিশ, কাজিপুর থানা কর্তৃক ৪০ পিচ ইয়াবা ট‍্যাবলেট সহ আসামী ১। মোঃ খাইরুল আলম(২২), পিতা – মৃত -ওসমান গনি, সাং- সাতকয়া, থানা – কাজিপুর, সিরাজগঞ্জ ও ২। মোঃ রাজু শেখ(২২), পিতা – আলম শেখ, সাং- খাটিয়ামারি, থানা – ধুনট, বগুড়া দ্বয়কে গ্রেফতার করেছে। বুধবার ১০ মার্চ -২০২১ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ সংক্রান্তে কাজিপুর থানার মামলা নং ৮ তাং ০৯/০৩/২০২১ ইং ধারা ২০১৮ সালের মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়। ইহা ছাড়াও জি আর পরোয়ানা ভূক্ত ৬(ছয়) জন আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।