কাজিপুর

কাজিপুরে ট্রাকচাপায় হেলপার নিহত

সিরাজগঞ্জের কাজিপুরে বৃহস্পতিবার ১২ জুলাই সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সীমান্ত বাজার এলাকায় ট্রাকচাপায় ওই ট্রাকের হেলপার আজমহর আলী (৪০) নিহত হয়েছেন।।

নিহত আজমহর একই উপজেলার শুভগাছা গ্রামের সবুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানী ফিরোজ হোসেন জানান, মাটিবাহী একটি ট্রাক সীমান্ত বাজার মোড় থেকে পাশের গ্রামের কাঁচা রাস্তায় যাচ্ছিল। এসময় হেলপার আজমহর ট্রাকে উঠতে গিয়ে পা পিছলে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।