কাজিপুর

কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩  উদ্বোধন ও পুরস্কার বিতরণ।

 

আজিজুর রহমান মুন্না,  সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার কাজিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধন  এবং খেলাধূলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উদ্বোধন কালে ব্যাচ ধারন, জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, মশাল পরিভ্রমণের মাধ্যমে অংশ গ্রহনকারী কোমলমতি শিশু শিক্ষার্থীরা ৫৪ টি ইভেন্টে  উপজেলার ১২ ইউনিয়নের ১ টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং  উপজেলা শিক্ষা অফিসের বাস্তবায়নে

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠানটি ভার্চুয়ালের মাধ্যমে  উদ্বোধন করেন  প্রধান অতিথি সিরাজগঞ্জ -(১) কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী  তানভীর শাকিল জয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার।

অনুষ্ঠানের  বিশেষ অতিথি  ছিলেন,  কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ওসি শ্যামল কুমার দত্ত, কাজিপুর পৌরসভার মেয়র মোঃ আব্দুল হান্নান,  কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শাপলা খাতুন, চালিতাডাঙ্গা  ইউপি চেয়ারম্যান মুহাম্মদ  আতিকুর রহমান, তেকানি ইউপি চেয়ারম্যান   হারুন অর-রশীদ সহ অন্যান্য ইউপি’র চেয়ারম্যান  মোহাম্মদ  নাসিম স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা শিক্ষক  মোছাঃ আফিয়া আফরোজা প্রমুখ।

উক্ত  দিনব্যাপী অনুষ্ঠানে  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,  সুধীজনরা, গুনীজনরা, ক্রীড়ামোদি, অভিভাবক, শিক্ষক- শিক্ষিকা  ও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।