কাজিপুর

কাজিপুরে জমিসহ ঘর পেয়েছে ৫৫ টি পরিবার

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুরের ৪টি ইউনিয়নের ৫৫ টি অসহায়, হতদরিদ্র, ভূমি ও গৃহহীন পরিবার জমিসহ নতুন ঘরের চাবি পেয়েছে। 
রোববার ২০-জুন মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায়২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩শ ৪০ টি পরিবার জমিসহ ঘর পেয়েছে। কাজিপুরে ৫৫ টির মধ্যে কাজিপুর সদর ইউপি ৩, সোনামুখী ২৪, চালিতাডাঙ্গা ২৭ ও গান্ধাইল ইউনিয়নের ২ টি গৃহহীন পরিবার এসুবিধা পেল। 
কাজিপুর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিতগৃহ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। 

ইউএনও জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু। 

উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউনুস উদ্দিন, জেলা পরিষদ সদস্য রেফাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল প্রমূখ।