কাজিপুরে চালিতাডাঙ্গায় সামাজিক নিরাপত্তা অবহিতকরন সভা অনুষ্ঠিত।
আজিজর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
শনিবার (১০ নভেম্বর’১৮)সকাল ১১টায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ২নং চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে কাজিপুর উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে ও এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় ভাতাসমূহ ডিজিটাল উপায়ে প্রদান সংক্রান্ত অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়। চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনা খাতুন কণা। এসময় আরোও বক্তব্য রাখেন ইউনিয়ন সমাজকর্মী আব্দুস ছালাম, সাইফুল ইসলাম, ইউপি সচিব রফিকুল ইসলাম প্রমুখ। সমাজসেবা কর্মকর্তা আমিনা খাতুন কণা বলেন, এ ইউনিয়নে ১০৩৭ জনকে বয়স্ক ভাতা, ৩৪১ জনকে বিধবা ভাতা ও ২৫৪ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান করছেন সরকার। বর্তমানে মোট ১৬৩২ জন সুবিধাভোগী রয়েছেন।