কাজিপুর

কাজিপুরে গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুরে গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার সোনামুখী গ্রামের মৃত জহির শেখের পুত্র ছানোয়ার হোসেন (৩৬) এবং রৌহাবাড়ি গ্রামের মৃত আজিজ শেখের পুত্র আব্দুল বারিক (৩২)।

কাজিপুর থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪-জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনামুখী এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এসময় তাদের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।