কাজিপুর

কাজিপুরে করোনায় অফিস সহায়কের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক আতাহার আলী রোববার ২৭ জুন করোনায় আক্রান্ত মৃত্যু বরণ করেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনা পারভীন পারুল জানান,
গত ২১ তারিখ হতে তিনি ঠান্ডা জ্বরে ভুগছিলেন। উপসর্গ সন্দেহজনক হওয়ায় ২৪ জুন করোনা টেস্ট করালে পজেটিভ রিপোর্ট আসে। নিজ বাড়িতে আমাদের মনিটরিংয়ের আওতায় ছিল। মৃত আতাহার আলীর স্ত্রীর করোনা উপসর্গসহ পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে উপজেলায় ৩৮ জন করোনা রোগী আছে তাদের ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।

সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২৭ জুন কাজিপুর উপজেলায় নতুন আরো ৬জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।