কাজিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুরে ভানুডাঙ্গায় শনিবার ও রবিবার (১১ও ১২ জানুয়ারী) বিকালে দু’ দিন ব্যাপী ঘোড়দৌড়ের রোববার ছিল শেষ দিন। উত্তরাঞ্চল বিভিন্ন স্থান থেকে শতাধিক ঘোড়া নিয়ে সওয়ারিরা এই ঘোড়দৌড়ে অংশ নেন। এদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়ার হর্স, ডায়মন্ড ও মন খুশি নামক ঘোড়া দৌড়ে জয়লাভ করে। শেষদিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ ঘোড়দৌড় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য নান্নু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এসময় উপস্থিত ছিলেন,কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার, শিক্ষক রাজু আহম্মেদ, শাহীন আলমসহ প্রমূখ।