কাজিপুরে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জেলা পরিষদের সহায়তায় কাজিপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের তালিকাভুক্ত মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রমে কর্মরত শিক্ষকদের মাঝে সোমবার (১৩ এপ্রিল) উপজেলার ডাকবাংলো চত্বরে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৪০০টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। খাদ্য সামগ্রি হিসেবে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ৫ কেজি আটা ও ১ লিটার সোয়াবিন তেল বিতরণ করা হয়।
চলমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন , জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ রেফাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী হাবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার ফেরদৌস আলম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন প্রমুখ।