কাজিপুরে ইউপি নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- এমপি জয়
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য কাজিপুর উপজেলার ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৭-ডিসেম্বর) কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি দলীয় মনোনয়ন প্রাপ্তদের পক্ষে সকলকে ভোটের মাঠে কাজ করার আহ্বান জানান। এছাড়াও দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে কোনো নেতাকর্মীর বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ নেই, যদি কেউ যদি দলীয় শৃঙ্খলা বিরোধী কোন কাজ করে তবে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মনোনয়ন না পাওয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার যারা মনোনয়ন পায়নি তাদেরও দলের প্রতি ত্যাগ আছে, ভালোবাসা আছে, জীবনের অনেকটা সময় দলের কাজে ব্যয় করেছেন, হয়ত অভিমান জমেছে, দল থেকে অবশ্যই এসকল বিষয়ে আগমীতে দেখবে । এছাড়াও নৌকা মনোনয়ন প্রাপ্তদের সতর্ক করে বলেন, ইউপি সদস্য পদে অনুষ্ঠিতব্য নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করবেন না।
মতবিনিময় সভা শেষে কাজিপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহনের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।